সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
আবশ্যক :
নিয়োগ বিজ্ঞপ্তি : দেশ-বিদেশ, সকল জেলা, উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী সংবাদদাতা/প্রতিনিধি আবশ্যক।

গলাচিপায় মাদ্রাসা শিক্ষকের বাসায় ডাকাতি

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;

পটুয়াখালীর গলাচিপায় আয়শা সিদ্দিকা নূরানী মাদ্রাসার পরিচালক ও খলিফায়ে জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালামের বাসায় ডাকাতি হয়েছে বলে জানা যায় ।

রবিবার রাত ১১টার দিকে গলাচিপা পৌর এলকার কলেজপাড়ার আইডিয়াল স্কুল সংলগ্ন ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল কালাম থানায় অভিযোগ করেছেন বলে জানাযায়।

শিক্ষক আবুল কালাম জানান, আমি বাসায় ছিলাম না,আমার দুই কন্যা ও স্ত্রী বাসায় ছিল।বাসার দরজা নক করার পর দরজা খুলতেই বাসায় ঢুকে দুর্বৃত্তরা আমার স্ত্রীর গলায় ধারালো ছুরি ধরে স্বর্ণালংকার খুলে দিতে বললে সে খুলে দেয়। দুর্বৃত্তরা মোট ২ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ডাকতরা আমার স্ত্রীকে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে চলে যায়। আমার স্ত্রী বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছেন।

গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেইজবুক পেইজ