রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
আবশ্যক :
নিয়োগ বিজ্ঞপ্তি : দেশ-বিদেশ, সকল জেলা, উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী সংবাদদাতা/প্রতিনিধি আবশ্যক।

গলাচিপায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়েছে। রবিবার সকাল ৯টায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণ থেকে স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদার নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস ও মোফাজ্জেল হোসেন মাসুদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

এছাড়া শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। শাভাযাত্রা শেষে উপজেলার বিভিন্ন শিল্পীগোষ্ঠির অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেইজবুক পেইজ