রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
আবশ্যক :
নিয়োগ বিজ্ঞপ্তি : দেশ-বিদেশ, সকল জেলা, উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী সংবাদদাতা/প্রতিনিধি আবশ্যক।

গলাচিপায় উপ-‌নির্বাচ‌নে শেষ মূহুর্তের ভোট গ্রহণের চলছে

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
গলাচিপায় উপ-‌নির্বাচ‌নে শেষ মূহুর্তের ভোট গ্রহণের চলছে

গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপ-‌নির্বাচ‌নে ভোট গ্রহণ চলছে। শ‌নিবার (৯ মার্চ) সকাল ৮ টা থে‌কে ভোট গ্রহণ চল‌ছে।

শ‌নিবার (৯ মার্চ) ১০নং আমখোলা সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে সকাল থে‌কে নারী ভোটার‌দের উপ‌স্থি‌তি বেশি দেখা যায়। পুরুষ ভোটা‌রের উপ‌স্থি‌তি অ‌নেকটা কম।

আমখোলা ইউ‌নিয়‌নের ৩ নং ওয়ার্ডের মেম্বার জাকির শিকদার মারা যাবার পর এ‌টি শূন‌্য হ‌য়ে প‌ড়ে। এ ওয়ার্ডের নির্বাচ‌নে ২জন প্রার্থী র‌য়ে‌ছেন।  প্রার্থীরা হ‌লেন-মোঃ নজির হাওলাদার (তালা), মোঃ রফিকুল ইসলাম (ফুটবল)।

কে‌ন্দ্রের প্রিজাই‌টিং কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী জানান, বিকাল সা‌ড়ে ৩টার মধ্যে ৭টি বু‌থে ১৫’শ ভোট পড়েছে। অত্যান্ত শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে ভোট চল‌ছে। বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস্যসহ ম্যাজিস্ট্রেট সার্বক্ষ‌নিক দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন।

মোট ভোটার সংখ্যা ৩০৬৯ জন, পুরুষ ভোটার ১৫৩৮ এবং মহিলা ভোটার ১৫৩১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেইজবুক পেইজ