গলাচিপা উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে শানিবার রাত ১০ টায় রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী-কাটাখালী এবং গলাচিপা পৌরসভার ফেরিঘাট থেকে ২টি পণ্যবাহী মিনি ট্রাকে নিষিদ্ধ ইলিশ পোনা ও বিভিন্ন প্রজাতীর ছোট মাছের পোনা জব্দ করে।
এসময়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবীসহ থানা পুলিশের সদস্যরা অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জব্দকৃত সকল অবৈধ মাছ এতিমখানা, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং, আবাসন প্রকল্প ও স্থানীয় গরীব অসহায় মানুষদের মাঝে উপস্থিত থেকে বিতরন করেন।
জব্দকৃত ট্রাক দুটি উপজেলা নির্বাহী আদালতে জিম্মি রাখা সহ অবৈধ মাছ পরিবহন করায় ১। মো. মনির হোসেন (২২) সাং- গলাচিপা, ২। মো. রাকিব খান (২২) সাং- গলাচিপা, ৩। মো. সিদ্দিক মাতুব্ব (৪৪) সাং- বরগুনা, আমতলী ও মো. আল-আমিন (৩১) সাং- যাত্রাবাড়ী, ঢাকা নামের ৪ যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাভোগের নির্দেশ প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।