পটুয়াখালীর গলাচিপায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, ডা. মো. নূর উদ্দিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান ও গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান।
এ ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বাকার শিবলীসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা।